ঘুমানোর আগে মোনাজাতে একটাই প্রার্থনা যানাই
চোখ বন্ধ হতেই স্বপনে যেন তোমাকেই কাছে পাই।
তুমিময় আমিতে পৃথিবীর অন্য সকল কিছু তুচ্ছ
আর তুমি বিনা আমি যেন অর্থহীন এক শব্দ গুচ্ছ।
তুমি বৃষ্টি বিলাসী মেঘলা আকাশ ভালোবাসো
তোমার জন্য পৌষেও আমি বৃষ্টি হয়ে আসবো,
তখন জানালা দিয়ে বাড়িয়ে দিও তোমার দুটি হাত
আমি বৃষ্টি হয়ে খুজবো তোমায় ছোঁয়ার অজুহাত।
তোমার স্পর্শ পাওয়ার জন্য না-হয় একটু চরিত্রহীন হবো
তবুও আমি তোমার ঐ মায়বী চোখের কাজল হয়ে রবো,
জীবনের প্রতিটি মুহুর্ত কাটাতে চাই তোমার সাথে
তাই তো মায়াবতী বারবার ছুটে আসি নানান অজুহাতে।