এই সমাজে শিক্ষিতদের
হচ্ছে ছড়া ছড়ি,
সুশিক্ষিত মানুষ পাওয়া
হয়ে যাচ্ছে ভারি।
সততা আজ হারিয়েছে
কলম ধারি চোরের কাছে,
বিবেকটা আজ আটকে আছে
টাকা ভরা ব্রিফকেসে।
সহজ সরল মানুষ গুলো
করতে গেলে চাকরি,
উত পেতে থাকা দালাল গুলো
করছে তাদের বাকীর!
কলম হাতে দিন দুপুরে
করছে যারা চুরি,
তাদের কখনো হয় না শাস্তি
মরছে ব্যাবিচারী!
যারা ক্ষমতাকে পুঁজি করে
গরিব মেরে প্রাসাদ গড়ে,
মুখে মুখে লোক দেখানো
সুশীল সমাজ তারাই গড়ে।
এই সমাজে নেমে এসেছে
সম্প্রীতির অবক্ষয়,
সত্যটা আজ পড়ছে চাপা
মিথ্যার হচ্ছে জয়।