আপনি আমার হলে কিন্তু মন্দ হতো না
কোনো এক কৃষ্ণচুড়ার তলে, অপ্রাসঙ্গিক গল্পের ছলে
কাটিয়ে দিতাম সহস্র অপরাহ্ন।
আর গল্পের সাক্ষী হিসাবে রাখতাম এক কাপ লাল চা।

কোনো কারণ ছাড়াই হুটহাট করে
অফিস থেকে ঘরে ফেরা হতো
হাতে নিয়ে আপনার প্রিয় রজনীগন্ধা।
জানি টাকা অপচয়ের দায়ে বকা শুনতে হতো
তবে রাগের আড়ালে ঠোটের কোনে বোকা বোকা
হাসিটা দেখার জন্য মন বড্ড ব্যকুল হয়ে থাকতো

রোজ নিয়ম করে দু'জন যেতাম কল্লোলিনীর তীরে
হাতে হাত রেখে ধরনীর বুকে সন্ধ্যা নেমে আসা দেখতে
ক্লান্ত শরীরে মাথা নুইয়ে দিতাম আপনার কোমল কোলে
আমার সকল ক্লান্তির অবসণ ঘটতো
মাথায় একটি বার হাত বুলিয়ে দিলে
আমার বিদর্ভ নগরীতে আপনার আগমনে
ধুর হতো সকল যাতনা;
আপনি আমার হলে কিন্তু মন্দ হতো না।