আমাদের ভালোবাসার আলাপ হোক পুরনো দিনের সেই চিঠিতে
এক গুচ্ছ বর্ণমালা সাক্ষী হোক তোমার আমার প্রেমের।
তোমার মনের সকল জমানো কথা একত্রীত করে
নিয়ম করে চিঠি লিখো সপ্তাহের প্রথম বুধবারে,
সপ্তাহ জুড়ে অপেক্ষার অবসান ঘটুক
ডাক পিওনের হাতের হলুদ খাম গুলোর ভাজে নীল খামটি দেখে।
প্রত্যুত্তরে আমিও লিখবো মনের জমানো সব কথা
ভালোবাসা তোমায় দিবো নিজের কাছে রেখে দিবো সকল ব্যাথা।
আমার দেওয়া নীল খামটিতে থাকবে একটি জুই ফুলের মালা
আরো থাকবে বকুল, শিমুল, পলাশ কিংবা এক গুচ্ছ কাঁঠালিচাঁপা
জানি চিঠি তোমার পর্যন্ত পৌঁছানোর পূর্বেই ফুল গুলো শুখিয়ে যাবে
তবে মনে রেখো ঐ শুখানো ফুলেই আমার ভালোবাসা নিহিত থাকবে।
মাসের কোনো এক বুধবারে কৃষ্ণচূড়ার তলে দেখা হবে আমাদের
তোমার পরনে মেরুনরং এর শাড়ী, চোখে কাজল,কপালে লাল টিপ,
আমার পরনে লাল পাঞ্জাবি হাতে তোমার প্রিয় রজনীগন্ধার মালা
টোং দোকানের এক কাপ চায়ে পুরো একটা দুপুর কাটুক অপ্রাসঙ্গিক গল্পে।
হাতে হাত রেখে মধুমতীর তীর ঘেঁষে হেঁটে চলবো গন্তব্য হীন পথে,
সন্ধ্যা নামতেই ফিরে যাবো ঘরে আবারও অপেক্ষার শুরু পরের নীল খামটির।
অযত্নে পড়ে থাকা মরিচকা যুক্ত ডাকবাক্সে ফিরে আসুক প্রানের স্পন্দন।
তোমার আমার প্রেমের মধ্য দিয়েই শুরু হোক আরেকটি চিঠির যুগ।