বহুদিন হলো তার সাথে কথা হয়না
হাতেহাত রেখে মানুষের ভিড়ে হাটা হয় না
অনেক দিন হলো তাকে শোনা হয় না
তাঁর কাজল চোখে চোখ রাখা হয়না।
বড্ড স্বাদ জাগে,
ঠোটের কোনের বোকাবোকা হাসিটা দেখবার
আরেকটি বার তার কোলে মাথা রাখবার।
একটি বৃষ্টি ভেজা সন্ধ্যায় একসাথে ভিজবার।
আমাদের তো বিচ্ছেদ হয়নি
শুধু তাঁর সাথে এখন আর কথা হয় না
সে বলেছে আমার দুরত্ব তাকে ভালো রাখবে
তাই এখন আর তাকে ম্যাসেজ করা হয় না।