আপনার ভয় নাই বোন আমার বসে আছি
নাটকের মঞ্চ সাজিয়ে নিয়ে
আপনি ধর্ষণের শিকার হলেই আমরা উঠে পড়বো
সেই নাট্যমঞ্চে; আমাদের নাটকের নাম হবে ধর্ষকের বিচায় চাই
হাতে আগুনের মশাল আর ধর্ষকের বিচার চাই লেখা
এমন কিছু ব্যানার নিয়ে নেমে পড়বো রাজ পথে
এর থেকে বেশি কিছু করার সাধ্য আমাদের নাই
কারণ এদেশে ধর্ষকের কোনো বিচার হয় না।

যদি ধর্ষকের বিচার হয় তাহলে পুলিশের পকেট ভরবে কিভাবে?
ধর্ষকের বিচার হলে আর তো কেউ ধর্ষণ করতে সাহস পাবে না
তখন এই নিউজ চ্যানেল গুলো নিউজ পাবে কোথায়?
এটা বাংলাদেশ আর এদেশে ধর্ষকদের রাখা হয় মুক্ত করে
এদেশে ধর্ষকদের লালন-পালন করা হয় শাস্তি দেওয়া হয় না।
তবে আপনার ভয় নেই বোন আপনি ধর্ষণের শিকার হতেই
আমার নেমে পড়বো সারাদেশের মানুষকে নাটক দেখাতে।