অধিকার চেয়ে নেমেছি পথে
করতে কোটার সংস্কার
পরিচয় হলো নতুন নামে
আমরা নাকি রাজাকার?
একাত্তর দেখিনি আমি
দেখিনি ২৫শে মার্চ
তবে রক্তে রঞ্জিত পতাকা দেখেছি
দেখেছি ১৫ জুলাই-এর কালো রাত।
আমার ভাই-বোনের বুকের রক্তে
লাল হলো রাজ পথ,
তাদের রক্ত বিফল যাবে না
এই আমার শপথ।
আর কতদিন স্বৈরাচারীরা শাসন করবি দেশ?
ছাত্র সমাজ জেগেছে আজ তোদের করতে শেষ।
তোমার ছেলে যাচ্ছে ওমা স্বাধীনতা আনতে,
আবার ঘরে ফিরবো ওমা বিজয় নিশান উড়িয়ে।