ওই যে দেখ বিন্দু বিন্দু জলকণা
করছে সবুজ ঘাসকে শীতল,
সে তো শুধু শিশির কণা নয়
সে আমার অশ্রুসিক্ত জল।
আঁধার যখন ঘনিয়ে আসে
না জানি কোন বিরহ কান্না করে,
ধরনী তখন ঘুমের দেশে
আর আমার কেবল অশ্রু ঝরে।