রাত জাগা ক্লান্তি শেষে ভোর রাতের ঘুমে
কিংবা আনমনা আলসেমি ভরা দিবাস্বপ্নে
শুধু তোমায় খুঁজবো।
তুমিও হয়তো খুঁজতে যাবে অন্য কোনো খানে
ভিন্ন রকম নতুন কোনো কিছু।
আমি স্থির নির্বিকার দাঁড়িয়ে থাকবো
শতাধিক পুরানো, হাজারও পথিকের ছায়াতল,
ঠিক যেন রাস্তার ধারের প্রাচীন বট বৃক্ষ হয়ে।
কতশত ঋতু পার হবে, ঝরে পড়বে
বছরের সাথে জীর্ণ হাজারও পাতা।
জানি সে পথিক আর ফেরার নয়
আসলে আমি যে গন্তব্য নই,
কিছুই নই ক্ষনিকের আশ্রয়স্থল ছাড়া।
তাও বাহুদ্বয় বাড়িয়ে থাকবো সেই পথিকের অপেক্ষায়
যদি আবার ফেরে কোনো কালে আমারও ছায়ায়।