ছিদ্র বাসনা উন্মক্ত সাধনা
পারবো কি ভাঙ্গতে মত্ত সাধনা ?
হোক অজাচার সাধনা কয়
কর্মই জীবন,প্রার্থনা ময় ।
ভোগ্য পণ্য কল্পনাতে রয়
সম্মান বাহ্যিক দিতেও হয়!
অসম্মানে স্বীয় মনদন্দ
কল্পনাতে করি উলঙ্গ ।
দূরদৃষ্টিতে কামুক আমি
সল্প কায়ায় অশ্রু ঢালি ,
বদ্ধ নিলয়ে সম্রাট আমি
পশুত্বকে মূখোশে ঢাকি ।
সভ্য আমি, চিরঞ্জিত তুমি
পূর্ণ কল্পনাতে আলিঙ্গন সাধি
শ্যাকরার গহনার উজ্জ্বলতায় মুগ্ধ
সমাজের চারিত্রিক চাদরে আমিও প্রবিত্র।