আমিও চাই তোমাদের দুঃখ কষ্টে প্রশমিত করতে
কিন্তু হয়তো কারো ভালবাসায় আমি আবদ্ধ,ছুটে আসতে পারি না।
আমিও চাই তেরেসা হতে,আমি চৌকস শিকলে বন্দী
জান আমি না কি গাছে ধরি না,কিন্তু গাছ আমার জন্মপত্র মা।
আমায় ভালবাসা পাবার জন্য বার বার নতুন করে জন্ম নিতে হয়েছে
প্লাস্টিক সার্জারি র ধকল ও নিতে হয়েছে আমাকে।
লোভী পুরুষের যেমন শরীর জুড়ায় নারী দেহের স্বাদে
আমার ও নিষিদ্ধ থেকে সুশীল সমাজে আবেদনীয় বিচরণ।
সমাজে শত্রু র অভাব আমার ও কম ছিলনা
লোকে বলে ভাই ভাইয়ের শত্রু,
তোমরা মানব!
আমার প্রতিদ্বন্দ্বী বানিয়ে ই ক্ষান্ত তো?
তোমাদের শত্রুতা র জন্য বার বার আমাকে হতে হয়েছে অস্ত্রোপচার।
নিজের স্বীয় অস্তিত্ব টেকাতে
ভালবাসা পাবার জন্য মানুষ কষ্ট করে, প্রেমের জন্য কষ্ট ,আনন্দের জন্য কষ্ট।
মনুষ্য জাতি আমাকে আপন করে পাবার জন্যও মাথার ঘাম পায়ে ফেলে
আচ্ছা বলুন তো আমি কে ?
না কি আমি যার আপনি তাঁর।
সমাজ কি আমাকে জিজ্ঞাসা কর
আমি জানি সমাজের স্তরে'র ভিন্নতা।
ছোট থেকে বড় সব সমাজে আমার ছুড়া ছুড়ি ব্যবহার
আমি তোমাকে চিনি আর তোমাকে ও জানি,
আমি পারি আমার ক্ষণ অনুপস্থিতি তে তোমার রূপ বদলে দিতে
আমার প্রেমের শক্তির কাছে সকল সুখ পরাজিত।
আমি বন্দি'ত সুখ,নিপীড়িত শান্তি
যে আমি তোমার প্রেমের কাজে ক্ষয় হই না
সে আমি আমি না।
পরি শ্রমে গ্রহণ কর আমায়,বিলাও তুমি দানে
কথা দিলাম তোমার মাঝে আমি খুশি মনে আবার আসিব ফিরে ফিরে ।