যে স্তন ক্ষুধায় চুষে ক্ষুদ্র থেকে আজ আমি
সেই স্তন কামড়িয়ে আজ বলি, আমি তোর স্বামী।
কত প্রহর কাটিয়েছ কন্যা মধুর কল্পনায় তুমি
তব রাত কাটে তীব্র ভয়ে কখন আসে স্বামী ।
আমার অস্থিরতায় ক্লান্ত যখন তনু ,
অবুঝ মনের হেয়ালি জিজ্ঞাসা ......
জন্ম দানের স্থান কেন নারী তোমার কাল?
হায়েযে ক্লান্ত যখন তোমার মুখখানি
না জানি কী কুৎসিত জায়গার মালিক তুমি ?
দশ মাসে পরিশুদ্ধ আমি, হয়েছি হয়তো বটে
ঐ কুৎসিতই ছিল স্বর্গ আমার তরে ।
বিজয় তিলক নিয়ে আমি এলাম শতদল
খাদ্য হিসেবে দিয়েছিলে নারী তুমি তোমার মল ।
স্বামীর ইচ্ছে পূত্র সন্তান শুনব বাবা ডাক
কন্যা জন্ম অলিখিত সাংবিধানিক পাপ ।
পূত্র জন্মে বাবা খুশী, ভাবে আর হাসে  
আমার সন্তান থাকবে কত উঁচু স্বর্গের মাঝে ।  
ভূল-বশত কন্যা সন্তান জন্ম নিলে মাঝে
মা ভাবেন আর কাঁদেন না জানি,
কোন জালেম আমার সন্তান চিবিয়ে বাঁচে ।  
এ-সমাজ হবে বুঝি কোন কালে পবিত্র ।।
দৃষ্টি কটু হলেও এ কথা সত্য থেকে সত্য ,
চোরের চরিত্র না যায় বদলে অন্ধ কাল কেশে  
দৃঢ় অবস্থান দিনে আমাদের মাঝে ফেরেশতা বেশে ।