চারিদিকে শুধু শব, শব আর শব ।
সেদিন প্রভাতে ঘুম ভেঙ্গে দেখিনু
একী? তুমি? তুমি আমার সেই প্রিয় পরিচিতা ,হ্যাঁ তাই তো!
তুমি এখানে কি করো?তাঁর কথা মনে পড়তে গিয়ে গলাটা আমার ধরে গেনু ।
তবে কি নর পিশাচরা তোমাকেও ছাড়েনি, হায়! এ তোরা কি করলি?
সেদিন প্রাতে বলছিনু মহাযের আল বাসিনু, মুসলিম বৈকি, ওরা তো আমার ই জ্ঞাতি ভাই ,
করছে যা, করছে তারা আমাতে কি আর আসে যা
না,আমি তব আজি নির্লিপ্ত তা আমার করিব সাধন মোচন ?
না আমি মানুষ, আমার ওতো আছে বৈকি রক্ত মাংস ।
বারশ বাঘ এর ভালবাসার ক্ষুধা তোরা নিলি কেনে কেড়ে?
আজ তব ক্ষিপ্রতার প্রহসন নে গুনে গুনে ।
উত্তপ্ত রক্ত মাথায় নিছ্রিদ্র কে আবেগ দিয়ে করেছি দংশন
তবে নে দিলাম বিছিয়ে যন্ত্রণাতে হ শান্ত,
সেদিন থেকে পণ করেছি হব না আমি ক্ষান্ত,
দেখিব যেথায় ভালবাসার পরাজয়য়ের নাম মাত্র ।