নারীতে ভক্তি নেই সম্মানও নেই লেশ মাত্র
আমার শরীরে কেন নারী তোমার রক্ত ?
পারছিনা রুখতে আমি,বৈকি কোন অজাচার
এক নারীতে পুরুষ আমি, কিভাবে জীবন করব পার ?
আমিও নারীর রক্তে, কী করে যে ভূলি
নারীর অপমান করেও আমি, জগতে মাথা উঁচু করে চলি ।
হে বিধাতা রক্ষা কর পারছিনা মানতে আর
আজীবন কেন বইতে হবে, শরীর যে নারীর অবদান ।
উস্রিঙ্খল পাগল পুরুষ দিক বিনে ছোটে
পাগলা ঘোড়া শান্ত করে নারী অদ্ভুত তেল মেখে ।
দু-দণ্ড শান্তি পেতে পুরুষ চাবুক মারে বুকে
নারী অবলীলায় সকল ব্যাথা মুখ বুজে লুকে।
উৎবাক পুরুষের মন যখন শান্তির খোজে নীড়ে
নারী সদ্যফোটা কাশ ফুল বিছিয়ে রাখে ডরে ।
সস্তা ধোঁয়ায় ব্যস্ত যুবক , রেখে মাথা নারীর কোলে
নারিও চায় ভালবাসা, যুবক আসুক তোমার বক্ষ চিরে চিরে
যে নারীর ছত্র ছায়ায় আগ্রহ নেই বিন্দু মাত্র
আমিও নির্লজ্জ পুরুষ,সেই নারীতে হই বারে বারে আসক্ত ।