আমি ঘাস ফরিং হবো
ঘাসে ঘাসে উরে বেড়াবো
তুমিও কি যাবে আমার সাথে
ফড়িংয়ের ডানায় চেপে উড়বো
দুজন এক সাথে।
তুমিও দেখাবে আমায়
আমিও দেখবো তোমায়
দুজনে দুজনাতে হারাবো ভালোবাসায়।

রচনাকালঃ ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২১ | সময়ঃ০৫ঃ০১মিঃ (পিএম)