বিষ চাই বিষ এক পেয়ালা বিষ
মধুর মতো স্বপ্ন ভেঙ্গে মুখে ঢেলে দিস
কষ্ট গুলো আমায় দিয়ে সুখ গুলো তুই নিস
তৃষ্ণা পেলে আমাকে নয় নতুন কাউ কে দিস।
আমি মরবো বৃষ্টি জলে
শ্রাবণ মাসের অঝোর ঢলে
তুই কাটাবি বাসন্তী রাত অন্য কারো কোলে
মিথ্যা প্রেমের নাটক করে আজ আমায় গেলি ভুলে।
কোথায় তোর সেই মিথ্যা আশা
আমাকে তোর ভালোবাসা
সকল বাঁধা নিষেধ ভেঙ্গে আসতি কাছে ছুটে।
একটু কথা না হলে তোর হাজার অভিমান
কোথায় গেলো সেই লোক দেখানো
তোর ভালোবাসার টান?
কথায় কথায় আমায় বলা আই লাভ ইউ জান।
রচনাকালঃ ঢাকা, ৫ অক্টবার ২০২০ইং | সময়ঃ ১০ঃ০৪৭মিঃ (পিএম)