তোর প্রতি মোর ভালবাসা ছিল লক্ষ্য কোটি
সেই সুযোগে তুই যে আমার করলি এমন ক্ষতি
ভালবাসার মূল্য তুই যে বুঝতে পারলি না
অসময়ের সময় আছে বুঝবি সে কথা
আজ না হয় কালকে পাবি হৃদয় ভাঙার ফল
সত্যি করে ভেবে দেখে আমায় এবার বল
আমার মতন ভালবাসা আর কোথায় পাবি বল?
হয়তো পাবি অনেক কিছু লোক দেখানোর ভিরে
ভুলতে কি পারবি সব সৃতি যা আছে আমায় ঘিরে?
হয়তো সবাই ভুলে গেছিস সেই সবার মত করে
ভালবাসার মিথ্যে নাটক আর বাহারী রঙ ধরে
আজ যেমন করছিস তুই তোর রুপ আগুনের ভারে
কয়েক বছর পার হলে এ রুপ দেখাবি আর কারে?
যা আছে তোর এখন তোলা দেখতে সবাই ব্যাকুল
সেই দেমাগে মন চিনতে করলি আজ এমন ভুল
ভুলের নেশা কাটবে যখন ভুল মানুষের ব্যাথায়
তখন আমি অনেক দূরে থাকবো না তোর আশায়।
এমন করে কষ্ট পাবি ভেতর ভেতর পুরবে সবাই
বলার মানুষ পাবি না আর তখন আমার মতন
কত কিছুর পরেও যেমন করতাম তোকে যতন
সত্যি কি তুই এমন ছিলি এমন করে বোকা ভেবে
ভালবাসার মানুষটাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে
ভালবাসার নাটক করে এমন করেই ধোকা দিলি।
রচনাকালঃ ঢাকা, ৭-১১-২০২০ ইং | সময়ঃ ০৬ঃ০৩মিঃ এএম।