আজ তাকে দেখতে গিয়েছিলাম শহরতলির গায়ে।
গিয়ে দেখি সে চরছে অন্য মাঝির নায়ে!
আমি তখন একটু দূরে সরে,
দেখছি তারা কিভাবে কি করে।
দেখলাম হঠাৎ তাঁর মন জুড়ানো হাঁসি
সাথে তাঁর পাঁচেক বন্ধু আছে বটে;
দেখছি চেয়ে ঘটনা কি ঘটে।
এভাবে কাটলো মিনিট বিশ।
হাটলো তাঁরা অন্য নদীর ঘাটে,
সেখানে ও হই হুল্লোড় গল্প করার রেশ।
এভাবে মিনিট দশেক আনন্দের নেই শেষ।
তারপর সব এক এক করে যাচ্ছে বাড়ি ফিরে।
আমি আছি ভীষণ রকম উত্তেজনার অপেক্ষাতে ঘিরে।
হঠাৎ দেখি তাঁর সাথে কে হাটে?
খনিক বাদে দুজন দুজনাতে
নৌকা ছেড়ে উঠলো যে রিক্সাতে।
আমি ও কি ছাড়ার পাত্র ভাই?
দেখছি চেয়ে ঘটনা কোথায় যায়।
এমন করে চলছি তাদের পিছু।
পায়ে হেটে রিক্সা ধরা ভার।
তাই কি বলেন, আমি তখন করবো কি আর?
পাশেই একটা রিক্সা পেলাম ধার!
বললাম ভাই যাবেন নাকি হেথা?
বললেন রিক্সা ওয়ালা যাবো, আপনি নিবেন যেথা!
বললাম তবে চল তাড়াতাড়ি, আর পিছু ধরো ঐ যে রিক্সাটা !
যার পাশে ঐ দেখা যায় গাড়ি;
এভাবে চললাম অনেক পথ।
রিক্সা ওয়ালার নেইকো তেমন রথ(বল)।
আস্তে ধিরে ধরলাম তাদের পিছু।
রিক্সায় তাদের দেখলাম কত কিছু।
এভাবে সামনে পরলো উজান দীঘির মাঠ,
ছেলে নামক বন্ধু গেলে নেমে!
সে ভাবলো হয়তো কেউ ফেলবে তাদের দেখে;
কি হবে তখন কিভাবে রাখবে এসব ডেকে?
তাই বুজি সে নামতে বলল তাকে।
আমি কিন্তু তাদের দেখছি ফাঁকেফাঁকে।
এভাবে সে তখন হলো একা,
আমরা সাথে হয়নি তার আর দেখা।
এভাবে রিক্সা চলছে আগে;
আমিও তাই যাচ্ছি মনের ভিতর রাগে।
কি করে সে করছে এসব কিছু?
আমি কিন্তু তখনও তাঁর পিছু।
এভবেই কাটলো কিচ্ছুক্ষণ,
হঠাৎ করে বাজলো তার ফোন।
কে যেন কে ফোন করেছে তাঁকে,
হয় হবে বন্ধু নামের সে।
আমি কিন্তু তখনও তাঁর পিছু,
রিক্সা করে যাচ্ছি আর ভাবছি অনেক কিছু।
তা না হয় বলবো অন্য কোন দিন;
আজকে আমার রিক্সায় ঘোরার দিন।
এভাবে হঠাৎ থামলো সে!
আমি বললাম রিক্সা মামা তুমি আগে যাও।
ক্ষণিক আগে নেমে,
আমিও দেখলাম সে কোথায় যেন গেলো?
এভাবে দেখছি সে তো আর নেই।
খুজলাম আমি তাকে অনেকক্ষণ,
কিন্তু তাকে কোথায় পাবে মন।
মন খারপের আকাশ নিয়ে মনে।
তারপর আমি ফিরলাম ঘরের কোণে।
ঘরে ফিরে দেখি সে করেছে ফোন!
সাইলেন্ট ছিল তাই বুঝি নি এতক্ষণ।
অহ এর আগে আমি তাকে,
দিয়েছিলাম মোবাইল ফোনে কল।
কিন্তু সে তো আমায় রাখেছে ব্লক।
কল ডুকে নায় তাই বলেছি থাক।
তারপর যখন দেখি সে দিয়েছে কল!
রিসিভ করে বললাম তাকে বল।
সে বলল কল করেছি নাকি?
আমি বললাম আমি তো তোমার ব্লক লিস্টে থাকি।
তুমি কিভাবে বুজলে, আমি কল দিয়েছি নাকি?
সে বলল ব্লক থাকলে কি ?
তোমার কল আসলে আমি দেখি।
আমি বললাম আচ্ছা ঠিক আছে।
কেমন আছো বলো এবার তুমি?
আর বাসার সবাই কেমন আছেন তবে?
বলল এক্সাম ছিল তাই গিয়েছি হলে।
কল দিয়েছি কোন কাজ আছে বলে?
আমি বললাম কেমন আছো তুমি ?
সে বলল আছি ভালোই।
এভাবে হলো কথা হয়তো মিনিট তিন।
বলল সে মাত্র আসলাম ঘরে!
এখন করি নাই ড্রেস চেঞ্জ।
এখন রাখি বলবো কথা পরে।
আমি বললাম আচ্ছা ঠিক আছে,
আমি পরবো নাময সময় যাচ্ছে।
এই কথাতে হলো কথা শেষ।
বুঝলাম আমি সে আছে অনেক বেশ।
নতুন করে পরছে নতুন প্রেমে।
আমার জন্য নেই যে তাঁর প্রেম থেমে।
আমি না হয় ভালবেসেছি তাকে।
সত্যি কারে ভালোবাসা বলে যাকে।
কিন্তু সে আজ অন্য কারো সাথে,
রিক্সা করে রাস্তা-ঘাটে হাত ধরে তার হাঁটে।
এভাবেই দেখছি আমি তাঁকে?
বলেছিল সে শুধুই ভালবাসে আমাকে! 🤣😆
কোথায় গেলো সেই ভালোবাসা ?
ভেঙ্গে দিয়ে আমার সকল
আশা-ভালোবাসা 🤣
@মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২১ | সময়ঃ ১০ঃ০৩ মিঃ (পিএম)