আমার ও যে স্বপ্ন বেশি
দুর্বল তাই হৃদয় পেশি
কঠোর হতে পারি না তাই
যে যা বলে শুনেই যাই।
যাকে অনেক ভালোবাসি
সেই আমাকে কাঁদায় বেশি।
এক এক জনের এক এক বুলি
সবার কথাই শুনে চলি।
আমি নাকি ভীষণ বোকা
তাই তো সবাই দেয় যে ধোঁকা!
ভালোবাসায় মন মজিয়ে
বলবে ডেকে এই যে খোকা?
বলত তুমি কেমন বোকা
আমার শুধু দেখছি তোমায়
ভালবাসলে কেমন মানায়?
এটা শুধুই মজার ছলে
এটাকে কেউ সত্যি বলে ?
আজ নাহয় চললাম আমি
একাই থাকো যেমন ছিলে!
আর এক দিন না হয় আসবো ফিরে
করবো মজা সবাই মিলে,
তখন কিন্তু ভেবো না আর
এটাও যেমন ভেবে ছিলে।
ভালোবাসা নয়তো সোজা
এটা কিন্তু কঠিন বোঝা ।
একবার যদি পেয়ে বসে
দেখবে জীবন যাচ্ছে ধ্বসে।
ভালোবাসার হাজারো রূপ
হাজার রঙে ঘেরা
সত্যিকারের মানুষ পেলে
ভালোবাসা ই সেরা।
রচনাকালঃ ঢাকা, ০৯ আগস্ট ২০২১ সময়ঃ ০২ঃ০০ (পিএম)