আমার হাতের প্রথম লেখা গল্পটি ছিল তার
আজ সে তাই অন্য কারো ছড়িয়ে পরছে তার হাঁসির বাহার।
খুশিতে সে আত্মহারা ঘুরছে দিকবিদিক
সময় হলে বুঝবে সে কে ছিল তার ঠিক।
আমি নাহয় পর হয়েছি আপন অন্য কে
সময় হলে বুঝবে যখন কাঁদবে তখন সে।
কন্ঠ তাহাঁর কি যে মধুর রূপ যে মাশাআল্লাহ
সময় থাকতে শুধরাও নাহয়
একদিন ঠিক ধরবেন যে আল্লাহ্।
সব কিছুতে ছাড় আছে তবু, পাপের নাইরে ছাড়
কবরে গেলে তখন কিন্তু ভাঙবে দেহের হাড়।
রচনাকালঃ ঢাকা, ১৫ মার্চ ২০২১ | সময়ঃ ১১ঃ০০মিঃ (পিএম)