সে আবার ধরেছে বসন্তী বরণ সাঁজ
হলদে শাড়ি আর সোনালী আঁচল
মায়াবী মুখে তাঁর মিষ্টি হাঁসি আর
গোলাপি ঠোঁটের ভাঁজ।
নতুন করে পরেছে সে নতুন কথার প্রেমে
রুপ লাবণ্য বিলয়ে তাকে আপন করবে টেনে
বাহারি রঙের আলপনাতে নিজেকে রঙিন করে
স্বপ্ন বিভোর কাটাবে সময় জড়িয়ে ক্ষণিকের তরে।
কখনো আবার ছুটে আসবে ভালোবাসার টানে
আলতো চুম্বন ভরাবে সে টান আলিঙ্গনের পানে;
ভালোবাসা তাঁর নাই কিছু আর নাই তাঁর কোন সঙ্গী
আমি কি যে হায় ভালোবাসি তায় হারিয়ে প্রেমের ভঙ্গী।
রচনাকালঃ ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | সময়ঃ ০২ঃ১৫ এ.এমঃ