আমার চোখে দেখা শ্রেষ্ঠ ভোর
ভালোবাসাহীন একটি প্রহর
বিক্ষিপ্ত নয়নে প্রতিক্ষা তোর
হে আমার তিলোত্তমা অশ্লীল শহর ।
অপ্রীতিকর প্রতিশ্রুতি দিয়েছিল সে
ভালোবাসবে সে শুধু আমাকে
হারিয়ে গেছে তাঁর ভালোবাসার দিন
আমাকে করে গেছে আজীবন ঋণ।
হয়েছি তাঁর আমি চোখের বালি
ভালোবাসার নামে সে করে হেঁয়ালি
পুড়েছে শহর আজ গ্রীষ্ম তাপে
জীবন কি চলে বল এতটা মেপে?
আমার হৃদয়ে আজ রক্তক্ষরণ
ভালোবাসার নামে সে দিয়েছে মরণ
মিথ্যে আশায় তাঁর ভরেছিল বুক
অযথায়ই দিলো সে আমরণ অসুখ।
রচনাকালঃ ঢাকা, প্রকাশের সময়: ০২/১০/২০২০, ০৬:১২ মি: এএম