ও দয়াময় দয়ার সাগর
দয়া করো মোরে
আমার জীবন ধন্য করো
তোমার দ্বীনের তরে।

তুমি আমার জীবন মরণ
তুমি আমার সবি
তোমার নামের তাসবিহ জপে
চন্দ্র তারা রবি।

তাদের আলোয় নিখিল
জাহান আলোকিত সব
মনে প্রাণে তোমায় ডাকি
তুমি আমার রব।

ও দয়াময় দয়ার সাগর
দয়া করো মোরে
আমার জীবন ধন্য করো
তোমার দ্বীনের তরে।

যদি কখনো হই আমি
ভ্রষ্ট তোমার পথ
ডেকে নিয়ো তোমার তঁরে
ভুলিয়ে বিপথ।

দয়া করো হে দয়াময়
করছি এ শপথ ;
কভু যেন না ভুলে যাই
তোমার সরল পথ।

ও দয়াময় দয়ার সাগর
দয়া করো মোরে ।
আমার জীবন ধন্য করো
তোমার দ্বীনের তরে।

@মাসুম বিল্লাহ মুসা (প্রকৃতি)
রচনাকালঃ ঢাকা FEB 16, 2021, 1:15 PM