তুমি অন্য কোন আলাপনে আজ যে বেজায় খুশী
অনেক বোধহয় ভালোবাসি তাই তো ফিরে আসি
আমার আকাশ আঁধার করে হয়ে নতুন আকাশের শশী
আমার হৃদয়ের সুখ কেড়ে আজ হাসো পুষ্পের হাসি ?
ভুলেই গেলে তোমার সকল ভালোবাসা মিথ্যে কথার ছলে
কেন তবে এসে ছিলে মায়া দিয়ে হৃদয় নিতে ভালোবাসি বলে?
তোমার সকল স্মৃতি আজও ভাবায় দিনে রাতে
যা ভালোবাসার অভিনয়ে বলতে আমার সাথে?
মনে আছে তোমার সে সব মিথ্যে কথার ঝুলি
ময়না পাখি শালিক টিয়া আরো কত কিছুর বুলি?
আমায় না হয় ভুলেই গেছো পরে না আর মনে
কিভাবে আজ নিজেকে তুমি বিলাও নতুন জনে?
সত্যি কি সব ভুলে গেছো সোপান পাড়ের দিন
সত্যি করে বলতে পারো নেই কি কিছুই মনে?
হোক না যতই রাতের আঁধার, ব্যস্ত সকল দিনে
সব কিছুই বলতে আমায় ফোনের আলাপনে।
রচনাকালঃ ঢাকা, ৩১ সে ডিসেম্বর ২০২০ | সময়ঃ রাত ১ঃ৫০ মিঃ (এএম)