তোমার বসন্তে যদি বৃষ্টি নামে,
জানালায় দাঁড়িয়ে থেকো চুপচাপ।
আমি নিঃশব্দে রেখে যাব এক থোকা মাধবী লতা,
তার ফাঁকে দুটো সাদা বেলি—
তোমার প্রিয় সেই গন্ধে ভেজা।
তুমি বুঝে নিও, আমি এসেছিলাম।
শব্দ ছাড়াই, ভালোবাসা দিয়ে।"