ভুবন ছাড়িয়া স্বপ্ন দেখার নাই যে তোমার কিছু
শত চেষ্টায়ও দেখিবে তোমার অপ্রাপ্তি রয়েছে পিছু;
সব দ্বিধা ভয় করতে তা জয়, সোনার জীবন অচিরেই মমি
বিভীষিকা ময় হয়ে যাবে ক্ষয়, সময়ের দান সময় যে আজ তুমি!
অট্টালিকা, আলিসান ঘর, মাটির দেহ নিমেষে হবে শেষ
হঠাৎ করে যখনি তোমার নিঃশ্বাসের কাটবে রেশ।
আমি আর তুমি কেউ তো রবোনা মিছে এই দুনিয়ায়
কিসে আজ তুমি করছো বড়াই?
একদিন তুমি ঠিকই করবে আফসোস
পরে রবে অসহায়!
সেদিন তোমার রঙিন দুনিয়া তোমাকে দিবে না ঠায়।
শুধু তুমি হুতাশে হারাবে করবে যে হাঁয় হাঁয়।
রচনাকালঃ ঢাকা, ১৩ মার্চ ২০২১ | সময়ঃ ১১ঃ১৩মিঃ পিএম।