অসহায়ত্তের চাহনি তার দূর অজানার দিকে
তার আনন্দে কাটেবে ঈদ আমার কাটবে ফিকে
অতীত ছিল আশায় ভরা হতাশায় বর্তমান
প্রাণ ভরে হাসতো যে মুখ আজ যে মূর্ছামান।

কত আনন্দ সুখ ছিল তার অতীত দৃশ্যপটে
ক্ষণিকের ব্যাবধানে জীবনে সবার কত কিছুইনা ঘটে।
আজ যে তোমার অতি আপন কাল সে হবে পর
হঠাৎ করেই বসন্তের বুকে ঝরবে কালবৈশাখী ঝড়।

প্রাণের প্রিয় ভালোবাসা সব নিমেশেই হবে তিক্ত
হাঁসি উজ্জ্বল আঁখি যুগল হবে যে অশ্রুসিক্ত।
বিভিশিখাময় সময় গড়াবে হৃদয়ে বইবে ঝড়
কত ভালোবাসা প্রাণ হারাবে আপন হবে যে পর।

রচনাকালঃ ঢাকা, ১৩ মে ২০২১ ইং | সময়ঃ ০৮ঃ০০( পিএম)