তোর মত আর রঙ্গিন মনা, নেই বুঝি আর কেউ
ঠোঁটের উপর উপচে পরে ,মিথ্যে কথার ঢেউ
তুই যে ছিল রাজকুমারীর
লেবাজ ধরা নগ্ন কলির ফুল
তোর সাথে সেই বোঝাপড়া মস্ত বড় ভুল।
রুপ যৌবন বিলায়ে তুই করিস মনের খেলা
দিন ফুরালে সন্ধ্যা হলে বন্ধ রুপের মেলা
আজ না হয় যৌবনে তোর উপচে পরে ঢেউ
আমি নাহয় নিঃস্ব হলাম সঙ্গী অন্য কেউ ।
এক এক করে সঙ্গি হবে নিঃস্ব হবি তুই
ভালোবাসার নাম ভাঙ্গিয়ে পড়বি কত বই?
নিজের বিষে নিজে থাকিস চন্দ্র নদীর ঢেউ
আমার দেওয়া ডাক নামে তোর,ডাকছে অন্য কেউ!
আমার মত অবোধ কভু পাবি নাকি বল
ফেলিস না আর অন্য কোথাও
তোর নোংরা প্রেমের জাল।
রচনাকালঃ ঢাকা, ৩রা অক্টবার ২০২০ | সময়ঃ ৪ঃ২০ মিঃ এ এম.