বউ আমার কৃষ্ণকলি
উড়নচণ্ডী বদমেজাজী,
উষ্কখুষ্ক এলোমেলো
ভালোবেসে আলাপ হল।
বউ আমার কোকিল কণ্ঠী
আবৃত্তি বেশ ভালো,
শুনি ভীষণ ইচ্ছে যখন
মন খারাপের রাতে।
বঊ আমার আঁকে ভালো
গণেশ ঠাকুর প্রিয়,
মন খারাপের বিকেল জুড়ে
আঁকে কত শত।
বউ আমার ভীষণ মিষ্টি
ঠিক রসগোল্লা'র মত,
মিষ্টি পেলে খেতে যে চায়
আছে যত শত।
বউ আমার লক্ষ্মীমন্ত
সুলক্ষণা বটে,
সুযোগ ফেলে যাবে চলে
ফিরবে না আর বলে।
ওই যে আমার বউয়ে'র আলাপ
শেষ হবে আর কবে,
সুযোগ পেলে বলবো আবার
নতুন নতুন করে।