আমাদের কিচ্ছু বদলায়নি বদলে গেছে সময়
সে ফেলা আসা দিন, রোদে পোড়া বিকেল
বৃষ্টি ভেজা মাঠ, শিউলি কুড়ানো সন্ধ্যে
আমাদের কিচ্ছু বদলায়নি বদলে গেছে সময়।
তীব্র খরায় পুড়ে যাওয়া মন, অপেক্ষার প্রহর
পাশাপাশি হেটে যাওয়া, রং মাখা গোধূলি
ভারী অভিমানে ক্ষয়ে যাওয়া ভালোবাসা
আজও কিচ্ছু বদলায়নি বদলে গেছে সময়।
দূরত্ব বেড়েছে বহুগুণ, হয়তো ভুলে গেছ সেসব দিন
না হয় পোড়াচ্ছ নিজেকে অভিমানে, ফুরো'বে বেলা
সময় সে তো অপেক্ষমান, জানি ফিরবো না পিছনে
তবু আজো ভালোবাসা জমে থাকে মনের কোণে নিজের অজান্তে।