যে ছিলো সে থাকবে মর্মে হৃদয়ে অর্ন্তদানে
না বলা অনেক কথায়, খানিকটা অভিমানে।
চমকিত ভোরের আচমকা ধমকা হওয়ায়
ভীষণ মনে পড়ায়, সময়ের ক্ষতে জমা কথায়।
রাত্রির আলো ভেদ করা জীবনের রোসনায়
না হয় এই অবাধ্য সময়ের রূঢ় কৃপণতায়।
রোদে পোড়া বিকেল পাশাপাশি হেটে যাওয়া
অবাঞ্চিত গল্পের ভীড়ে অনিচ্ছেতে ঘরে ফেরা।