অধিকার, সে আবার কি?
কিছু প্রশ্ন নেহাতই অবান্তর!
কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না,
শুধু প্রশ্নবাণে আবদ্ধ থাকে চিরকাল।
কিছু অধিকার আপনা আপনি সৃষ্টি হয়,
তাই বলে কি খাটাতে হবে?
আরেকটি অবান্তর প্রশ্নের জন্ম,
উত্তরটা না হয় তুমি দিও...।
অধিকার কিসের অধিকার!
এতশত অধিকার কি বলে শেষ করা যাবে।
তবুও বলতে হয় কিছু অধিকারের কথা,
না হলে নিজের সাথে বড্ড অন্যায় করা হয়।
কিছু অধিকারে যাতনা মধুর হয়,
এক ভীষণ আবেশে ভেসে যাওয়া সুখ।
তবুও কিছু অধিকার কখনো খাটাতে নেয়,
মুক্তি দিতে হয় নির্দিধায় হাসি মুখে।
অধিকার গুলো একদিন ফুরোনো হয়,
সময়ের সাথে বদলে যায় অধিকার।
সময়ের স্রোতে কত কি বদলে যায়,
অধিকারটুকু ও না হয় হারিয়ে যাবে।