জন্মের প্রয়োজনে জন্মেছিলাম
কিছুটা ভুল করে হইতো,
জন্মের প্রয়োজনে জন্মেছিলাম
কিছুটা অনিচ্ছা স্বত্তে।
সময়ের প্রয়োজনে বড় হয়েছি
কিছুটা অনাদরে অবহেলায়,
সময়ের প্রয়োজনে বড় হয়েছি
কিছুটা পাওয়ার আশায়।
সৃষ্টির তাগিদে বিনাশ ডেকেছি
কিছুটা উল্লাস আর উচ্ছ্বাস দেখেছি,
সৃষ্টির তাগিদে বিনাশ ডেকেছি
কিছুটা ক্ষত বাড়াবো বলে।
দু-চোখ বুজে অন্ধকার খুঁজি
আলোতে বড় ভয় বলে,
দু-চোখ বুজে বিশ্বাস খুঁজি
আস্থার বড় অভাব বলে।
ঊর্ধ্ব গগনে তাকিয়ে থাকি
আকাশ টা কে দেখবো বলে,
ঊর্ধ্ব গগনে তাকিয়ে থাকি
একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়বো বলে।
ধ্বংসের মাঝে সৃষ্টি খুঁজি
রহস্য টা জানবো ভেবে,
ধ্বংসের মাঝে সৃষ্টি খুঁজি
নতুন করে দেখবো বলে।
অন্ধের কাছে আলো খুঁজি
উপলদ্ধি জানবো বলে,
অন্ধের কাছে আলো খুঁজি
...........................??