নীলাঞ্জনা কথা ছিলো শেষ চিঠি খানা লিখবে হারিয়ে যাওয়ার আগে,
চৈত্রের দুপুর বর্ষার আমোঘ বিকেলে পেরিয়ে গেলো চিঠি এলো না।
নীলাঞ্জনা তুমি বলেছিলে আমাদের দেখা হবে বসন্তের বিকেলে,
কোকিল ডাকা পাতা ঝরা পুরনো সে হরিণ ডাঙ্গার বিলে।
তুমি এলে না, আজো এলে না সময় থমকে গেছে তোমার অপেক্ষায়,
নীলাঞ্জনা তুমি কি ছিলে শুধুই ছলনা আর আমার অস্ফুট কল্পনা।
ফিরে এসো তুমি রাত্রির আঁধার পেরিয়ে ভোরের পাখির গান হয়ে,
নীলাঞ্জনা অপেক্ষা আমার আজো ফুরালো না, তুমি কি শুধুই কল্পনা?