তুমি কি আর রাতের রং বুঝো
আমি জানি কত রং ক্ষয়ে যায়
স্বপ্নের হেলায়-ফেলায় অবেলায়।
অভিমান হয় বুঝি!
ঐ-যে দেখছ দেবদারু'টা
তারও একটা প্রেমিক ছিল
ভেসে গেছে বাণে সাগরের টানে।
এমনও হয় বুঝি!
আমাদের এখন আর হয়না
সেই বহুদিন গত হলো
বারান্দায় রাত আর ফুল ফোটায় না।
এ-ই বুঝি সে রং!
লাল, নীল, হলুদ, বেগুনি
না-কি অন্য কোনো রং
যে রং আমি চোখে দেখিনি।
-''সে বুঝি জীবনের রং
মরমে ব্যথা লয়ে হেটে যায় সঙ্গোপন"।