রাতের নিস্তব্ধতা ছুয়ে ছুয়ে যায় বাতাসের গায়
ফোটে অমরাবতী দোলে হেনা একেলা বারান্দায়;
নির্মোহ অভিমানে হেটে যায় তারারা নিশ্চুপ পায়।
আজি নিশি ক্ষান্তে ঊষার'ও প্রান্তে মোর ধারে
তুমি কে এসেছিলে নিরালায়, মোর প্রিয় রাত্রি!
না-কি ভোরের অমরাবতী হয়ে ফোটা সুহাসিনী।