আমি মরীচিকা, আমি ধ্বংস পিন্ড
আমি নিভে যাওয়া এক অগ্নিকুণ্ড
আমি নীহারিকা, আমি বৃষ্টি পুঞ্জ
আমি যত্নে বানানো ভগ্ন কুঞ্জ
একান্তে শান্তি পাই, চোখ তবু ভিড়ে
আছি যত কাছে, থাকি ততটাই দূরে
আমি আত্ববাদি, আমি স্বার্থপর
উদাসীন থাকি তবু নই ক্ষতিকর
যতলোকে মেলামেশা তত মতামত
পলাতক আমি খুঁজি কল্প জগৎ
অনুভবে কবিতা, মন ভরা গল্পে
দাবী তো পাহাড়সম, ইচ্ছে বাঁচে অল্পে
লক্ষে দৃষ্টি রেখে হেঁটে চলা রোজ
কোন পথ গ্লানিহীন করি তার ই খোঁজ
কঠোর হৃদয়ধারি বলে যায় সকলে
আমার সত্য বাঁচে নিশীথের আগলে
একই দেহে আছে মোর দুরকম প্রাণ
একটি অপরকে ছোড়ে প্রশ্নের বান
আমার স্বরূপ নাকি জেনে গেছে সবে
নিজেই জানি না আমি কেন এই ভবে!
নামের মানে নাকি গোলাপ যা বন্য
নিজের কাছেই আমি প্রশ্ন অনন্য।
                                                           ✒️ নাসরীন পারভীন