এ শহর আর মানুষের শহর নেই
বাড়ি গুলো সব নীরব বেদনায় ভরা
এখানে বাস করে কতগুলি অঙ্গের সমষ্টি
বিছানা গুলো বড্ড অস্থির যন্ত্রণায় মোড়া ।
নিদ্রাহীন বালিশ ও ক্লান্ত নোনা জলে স্নান করে
আয়না করে বিদ্রোহ, পড়ার টেবিলে ধুলো মাখে রবি, নজরুল,
দেখেছো আজকাল ভালোবাসা কেমন রাস্তায় পড়ে মার খায়
আর কামনা রাজত্ব করে ঘরময় ।
না হে না , এ শহর আর ভালোবাসার শহর নেই
এটা এখন শুধুই দূষণের শহর
এ দূষণ শুধু প্রকৃতির না , এটা মনের ও দূষণ
সম্পর্ক গুলো কেমন ফাঁকা, ফোঁপরা পাঁজর
বন্ধন এখন জেলের কারাদণ্ড
একাকীত্ব খোলে মুক্তিদুয়ার
হৃদয় তো তৃষ্ণার্ত চাতকের মতো মুখিয়ে থাকে,
ভাঙনের ভয়ে এড়িয়ে চলে প্রেমগলি
তাই "আমাদের" শব্দটা আজ লুপ্তপ্রায়
অভিধান জুড়ে এখন শুধুই ক্যাপিটাল আই ।
তবু ফোটে আজও দেখো কিছু নিস্বার্থ পদ্ম,
কবিগণ খুঁজে পান লেখনীর খোরাক,
শেষ পাতে পড়ে থাকে একমুঠো আশা
আর বলে যায়,
আছো যারা হাতেগোনা, থাকো সম্পূর্ণ
লাল ফুল ভিন্ন জগৎ যে শূন্য