সে যেন নব্বই এর পাতা থেকে উঠে আসা একুশে এক নারী,
আধুনিকতার মলাট দেওয়া পুরাতন এক বই,
প্রায় মৃত কবি টার কবিতার মায়াজাল,
সন্ধানী প্রেমিকের স্বপ্নের রাজকন্যা,
স্পষ্ট করে বলতে গেলে নচিকেতার নীলাঞ্জনা।
সে যেন সাহসিকতার আবরণে এক বুক ভীতি,
জীবন বিজ্ঞানের ভাষায় লুপ্তপ্রায় প্রজাতি।
কারণ, এই শতাব্দীতে সেই রাজর্ষি খুব ই বিরল,
যার বুকে এক দন্ড শান্তি পাবে প্রেমিকের মন,
যার উৎসাহে জিতে নেবে সকল যুদ্ধ,
যার স্পর্শে শিহরণ খেলবে শরীর জুড়ে,
এক কথায় যে হবে কবি গুরু র লাবণ্য,
কিংবা জীবনানন্দের বনলতা সেন।
সে যেন স্বার্থের শহরে ভালোবাসার মেঘদূত।
কলেজ স্ট্রিট এর গলিতে যার অবিরাম যাতায়াত।
যে রাত জেগে পড়ে এক ঝাঁক প্রেমের গল্প,
মনের রাজ্যে গড়ে তোলে স্বপ্নের রাজধানী,
সে ভীষণ স্বপ্ন দেখে, বাস্তবে বাঁচতে চায়,
পছন্দের সিনেমার প্রিয় মুহূর্তগুলো।
এই যারা সব বলে,
এযুগের মেয়েরা ভালোবাসতে পারে না,
তারা আসলে জানেনা এই রুপলেখিকার ঠিকানা।