চলমান এ ভঙ্গুর সমাজ
হিতকারী বড়ো অভাব
উবে গেছে দয়া-মায়া ---
প্রেম প্রীতি বিনয়ী স্বভাব।
স্বার্থ নিয়ে চলছে লড়াই
খুনখারাপি রাহাজানি
জগৎ জুড়ে চলছে আজি
বাকবিতণ্ডা হানাহানি ।
দুঃস্থ জনের অন্ন কেড়ে
স্বার্থ কারি টাকার কুমির
ছলচাতুরী ভেল্কিবাজি
কারসাজিতে সংগ্রামী বীর
মানব রূপি নরখাদক
চিত্ত শূণ্য মানবতা,
"স্রষ্টা কর্তার মিথ্যে ভাবে
কাল্পনিক সব ধর্ম কথা " !
17/05/2020.