******৬.
চক্ষু বুজে রইলাম ভবে
জীবন সূর্য অস্তে ঢলে,
পরান পাখি আপন ঘরে
ঝাপটা মারে রোষানলে।
******৭.
যাচ্ছে সময় দ্রুত চলে
মনের মাঝে বসত করে,
নাহি চিনলাম আজও তাঁরে
উড়াল দেবে চিরতরে।
******৮.
ভাব সাগরে ডুবে থাকি
জীবন খাতা শুধুই শূন্য,
দিনের শেষে অশ্রু ঝরে
কেউ নয় ভবে কারো জন্য।
******৯.
এ সুন্দর পৃথিবী ছেড়ে
একদিন চলে যেতে হবে,
থাকতে হবে গহীন গোরে
সঙ্গীসাথী নাহি রবে।
******১০.
ভাবের হাটে পারের কড়ি
করতে হবে সঞ্চয়,
অতি সহজে পুলসিরাত
পারি দেবে পাবেনা ভয়।
11/09/2020.