আবোলতাবোল কতো খবর
ঢালাওভাবে হচ্ছে ছাপা,
মুখরোচক কেচ্ছার ভীড়ে
সত্য খবর ধামাচাপা !  

ইচ্ছেমতো রং লাগিয়ে
নকল বার্তা তরতাজা,
আমজনতা বিচলিত
প্রকাশক পায়না সাজা !  

অহরহ যাচাই ছাড়া  
হচ্ছে প্রকাশ ফেসবুকে,    
কেটেছেটে নজরকারা
প্রেম-প্রীতি হুমকির মুখে !  

আজগুবি উড়ো খবর
বন্ধ হোক চিরতরে,
আশান্বিত ফিরবে শান্তি
সুশীল ব্যক্তির হাত ধরে।  
  
05/11/2020.