কর্ম শক্তি লোপ পেয়েছে
নিত্যসঙ্গী চশমা লাঠি,
শেষের বেলায় উপেক্ষিত
সাজানো পরিবার পরিপাটি।
আর ক'টাদিন থেকো বেঁচে
অনেক কিছু দেখার আছে,
আসছে মাসের পয়লা থেকে
নাহি থাকবে তুমি কাছে !
ছেলে দু'য়ে মস্ত ধনী
স্বার্থ নিয়ে মতবিরোধ,
মা-বাবাকে ভিন্ন করে
তবু কমে না একটু ক্রোধ।
পিতা-মাতা দু সংসারে
দয়াহীন বৌমার দাসদাসী,
ঝাপসা চোখে খোকার দেখলে
মলিন মুখে ফোটে হাসি।
হঠাৎ একদিন ছেলে দ্বয়ে
শেষের বেলায় সুখের তরে,
মা-বাবাকে পাঠিয়ে দেয়
বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে !
10/10/2020.