জানিনা হিন্দু,মুসলিম,খ্রিষ্টান !
শুধু জানি মানবের সন্তান।
ধর্মের নামে ভেঙেছি মহান স্বদেশ :
করেছে উদ্বাস্তু,তবু হয়না খেলা শেষ।
উগ্রধর্মীয়তার স্বার্থে গড়ছি মন্দির,মসজিদ,চার্চ:
শিশু-কিশোর,নরম মগজধোলাই তাদের কাজ!
কোথায় গেল?মহামানবের আদর্শের বানী !
আজ শুধু চারিদিকে শূন্যতা মহাজ্ঞানী।
মৌলবাদী, হিন্দুত্ববাদীরা দিচ্ছে ধর্মের তত্ত্ব !
আজ আমরা সবাই ভুল ধর্মে মত্ত।
বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা ধর্ম-নিয়েছি দেশান্তরে,
মহাপুরুষের আদর্শেরবানী আজও যুগান্তরে।
লালন,রবীন্দ্র,নজরুল,রামকৃষ্ণ,সুকান্ত,প্রমুখ,
আজ তাঁরা শুধুমাত্র পাঠ্য বই-এ ক্ষান্ত।
ভুলেছি তাঁদের আদর্শ,নৈতিকতা ও শিষ্টাচার,
আজ হৃদয়ে মাঝে উগ্র ধর্মীয় সমাচার।
ধর্মীয় ভেদা-ভেদের দ্বারা সমাজ চূর্ণ,
ভাঁওতাবাদী নেতারা কই এটা পুণ্য।
ভুলেছি আমরা ধর্মের সঠিক মর্ম,
দুনিয়াকে গড়ে তুলেছি অধর্মের কর্ম।
প্রাকৃতিক ক্রিয়াকলাপে মোরা সবাই এক;
বু-ভুক্ষু ক্ষুধার পাশে। অসহিষ্ণুতা থাক !
যীশু,মহম্মদ,শ্রীকৃষ্ণরা করেছে,শান্তিময় যুদ্ধ।
আজ তাঁদের নামলয়ে নব ফতোয়ায় মুগ্ধ !
জানি একদিন শেষহবে,উগ্রধর্মীয় আচরণ।
আমরা তখন গড়বো,মানবতার আলোড়ন।