জগৎ জুড়ে কতো মানুষ
হিতকারী বড়ো অভাব !  
মুখোশধারী ভেল্কিবাজি
কারসাজিতে নেইকো জবাব !        
    
মুখে ফোটে মধুর বাণী    
সেবা কাজে নবডঙ্কা !  
ছলচাতুরী কর্মকাণ্ডে
আমজনতার বাড়ায় শঙ্কা।

সুযোগ পেলে দেখায় খেলা
সরল দিলখোলা জনতার,
লুটেপুটে হয়না ক্ষান্ত
দেশ মাতার করে অপকার ।

খিলাড়ী বড্ড সেয়ানা
নিশানা হয়না কভু ভুল,  
ইচ্ছে মতো খড়্গ হস্তে      
সদা দিচ্ছে জনতার শূল !

উদর পূর্ণ পরের ধনে          
হে যুবক হাতে রেখে হাত  
গর্জে ওঠো অনাচারে  
ভাঙতে হবে ওদের বিষদাঁত।
    
18/3/2020.