থাকবো না আর অনাহারে,
     এ বার-খাবো মুঠোভরে।
      আশায় বাদী ভরা বুক,
      ঐ অতীত দিনের রঙিন স্বপ্ন,
      এখন ধরবো দুহাতের মুঠোয়!
     নদীর বাঁকে হবে আলয়,
    বাপ-ছেলে থাকবো জীবনভর।
    শ্রমজীবীদের কান্নাদেব ঘুচিয়ে,
    মোরা হারবোনা স্বার্থবাদীদের কাছে;
    নীতিমালায় গড়বো প্রকৃত সমাজ।।

  
  ভিক্ষাবৃত্তি করেছি, সর্বত্র সকাল-সন্ধ্যায়।
জোটেনি আহার,বাসস্থান নিদ্রাহীন দিবা-রাত্রি।
দ্বারে-দ্বারে গেয়েছি,রামায়ণী,জারি গান।
দুহাত ভরে নিয়েছি অর্থ,যায়নি সম্মান,
স্ত্রী মৃত্যু শয্যায় বলেছিল,কথা দাও আমার!
সন্তানকে করবে প্রকৃত মানুষ, দ্বীন- দরদি।
নিজেকে ভুলে,গানের সুরে আত্মাকে খুঁজি,
বাল্যকাল হতে,খোকা লেখাপড়ায় সুনামি!
অধ্যায়ণের শেষে,ডাক্তার হয়ে পল্লীর গাঁয়ে,
খোকা নিজ পেশায় ব্যস্ত, আমি বাউলে!


নিজ গৃহেবসে উদাস বাউল গাঁয়ের দিকে চায়।
রঙিন স্বপ্ন সার্থক হয়েছে,আজ তুমি নাই------?