দারিদ্র্যের যন্ত্রণা বুঝেছি হাড়ে হাড়ে,
এখন স্মৃতিচারণ করি বারে বারে।
মাতৃ-পিতৃহীন শৈশব অতি বেদনার্ত !
মেলেনি দুবেলা অন্ন ছিলাম ক্ষুধার্ত।
অন্ন চাইলে জুটেছে কিল ঘুসি লাথি !
সেদিন কেউ ছিলো না, মোর সঙ্গী সাথি।
ক্ষুধার কারণে ছাড়ি নিজ পিতৃভূমি !
কোলাহল শহরে ঠাঁই নিয়েছি আমি।
অসৎ পথে দ্রুত করি অর্থ সম্পদ !
এখন কুক্ষিগত ধন রত্ন অগাধ !
মোর পুঁথিগত বিদ্যাবুদ্ধি নেই কিছু ,
তবু সদা শতশত ব্যক্তি ঘোরে পিছু ।
চন্দ্রমুখী শ্যামলা বধু বৃহৎ বাড়ি !
সুখের জন্যই জমিয়েছি অর্থকড়ি।
তবু নয় সুখী ! কোথায় মিলবে সুখ ?
অসৎ অর্থ দু-কালেই বাড়াই দুখ।।