১. এ কেমন স্বামী

পেটে পড়লে লাল পানি, করে শুধু মাতলামি ,
সবাই-কে ভাবে প্রজা,এ জগতের রাজা আমি !
নেশা ঝোঁকে প্রলাপ বকে,
নিজের বউকে মা ডাকে !
মাতালের বৌ বলে, এ আমার কেমন স্বামী।

    
        ২. মরদ থাকে দূরদেশে  

মরদ থাকে দূরদেশে বছর শেষে বাড়ি আসে,
সাধের দেওর বলে, আমি থাকবো তোমার পাশে।
কেউ কোনদিন আসবেনা কাছে,
তোমার দুঃখ যাবেই ঘুচে।  
আমি গেলে বিদেশে, ভাইয়া আসবে ফিরে দেশে।

  
        ৩. লোভী জামাই বেটা  

জামাই বেটা বড্ড সেয়ানা আবার চাই পণ,
দিয়েছি দামী গহনা, কাঁসাপিতল চার মণ।
এখনো করিস বাহানা ,
তোমার ঘর করবেনা ।
ছাড়বো না মা চরণ, বউ যাবেনা যতক্ষণ।