ফেলে আসা দিনগুলো আমাকে কাঁদায় !
মধুময় স্মৃতিপট আজও ভাবায়,
এখনো স্মৃতিচারণ করি বারে বারে ;
প্রিয়ে কেনো গেলে চলে, অজানা ঐ দূরে।
আমার কী দোষ ছিলো, প্রিয়ে যাও বলে ?
মনে তুষানল দাউদাউ করে জ্বলে।
আজি সব ভুলে কেনো রও দূরে সরে !
কেমনে ভুলবো তারে, শুধু মনে পড়ে ;
কেনো তুমি হৃদে বসালে অন্যজন ?
আগে যদি জানতাম দিতাম না মন !
হে প্রভু ! জীবনভর সুখে রেখো তাকে,
মরণের আগে একবার যাও দেখে।।