১)
স্বচ্ছ নীল আকাশ
ফুরফুরে বিমল বাতাস
গোধূলি লগন ;
ফুলে ভরা তপোবন  
মনে জাগে শিহরন।

২)
ব্যথা ভরা বুক
দেখি কতো নব মুখ
আজি ঘর শূন্য ;
বধূ কাঁদে নীরবে
দাও প্রভু মানিক রতন।

৩)
কোলাহল ছেড়ে
বাঁধবো ঘর গহীন বনে
বুনো ফল খেয়ে;
ঘুমাবো মনের সুখে
ঘুম ভাঙবে কুহুরবে !